ঢাকার মিডফোর্ড এলাকায় ব্যবসায়ী ও খুলনায় যুবদল নেতা হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে সাধারণ জনগন ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার মুখপাত্র হাসিবুল ইসলাম শিমুল, যুগ্ম আহ্বায়ক মাহাদি রাকিবুল ইসলাম, এনসিপির নেতা আব্দুল্লাহ আল মামুন, শিক্ষার্থী তাহসিন আতিয়ার বিন তামিমসহ অনেকে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, যুগ্ম সদস্য সচিব সাঈদুজ্জামান সাকিব, ইসলামী আন্দোলন রাজবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি আব্দুল আলীম ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা ঢাকার মিডফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগসহ খুলনায় যুবদল নেতা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা জুলুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজির বিরুদ্ধে জুলাই আন্দোলন করেছি। যারা আওয়ামী লীগের মতো আবার চাঁদাবাজি, খুন, ধর্ষণ করছে তাদেরও একই পরিণতি হবে। প্রশাসনের ব্যর্থতার কারণে দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি বেড়ে গেছে। অতিদ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।
এরআগে একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে যান বিক্ষোভকারীরা।
কেকে/এআর