শরীয়তপুর সদর উপজেলায় তিন ভাই বোন এক সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে যমজ দুই ভাই সব বিষয়ে পেয়েছে একই রেজাল্ট।
তিন ভাই-বোন হল-সাকিবা আক্তার (১৮), বাইজিদ হাসান (১৬) ও জিহাদ হাসান (১৬)।
বৃহস্পতিবার (১০ জুলাই) তাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে।
এ বছর তারা শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের সুবচনী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।
জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য চররোসুন্দী গ্রামের কৃষক সাইদুর রহমান বয়াতি ও গৃহিণী জুলেখা বেগম দম্পতির এক মেয়ে ও যমজ দুই ছেলে। সাকিবা আক্তার, বাইজিদ হাসান ও জিহাদ হাসান। সাকিবা বড়, বাইজিদ ও জিহাদ জমজ।
বোন বড় হলেও তিন ভাই-বোন সুবচনী উচ্চ বিদ্যালয়ে একই ক্লাসে পড়েছে এবং একই সাথে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
পরীক্ষার ফল বিশ্লেষণ করে জানা গেছে, সুবচনী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ৪৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। যার মধ্যে ২৮ জন কৃতকার্য হয়েছে। এই ২৮ জনের মধ্যে যমজ দুই ভাই বাইজীদ ও জিহাদ দুজনেই বিজ্ঞান বিভাগ নিয়ে সর্বোচ্চ জিপিএ- ৪.৭৮ পেয়েছে। তারা প্রতিটি বিষয়ে একই রেজাল্ট পেয়েছে। তারা দুই ভাই একই বিষয়ে ছয়টি বিষয়ে এ প্লাস পেয়েছে। ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি—এই ছয় বিষয়ে এ প্লাস পেয়েছে জমজ দুই ভাই। বাংলা ও রসায়নে পেয়েছে এ গ্রেড এবং গণিত ও উচ্চতর গণিত বিষয়ে পেয়েছে এ মাইনাস। বোন সাকিবা আক্তার পেয়েছে জিপিএ-৩.০০।
অল্পের জন্য এ প্লাস না পেয়ে মন খারাপ যমজ দুই ভাইয়ের। দুই ভাইয়ের ইচ্ছা মেরিন অফিসার হবে। বাবা-মায়েরও ইচ্ছা ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করার। কিন্ত দরিদ্র কৃষক সাইদুর রহমান কি পারবে তার তিন ছেলে মেয়েকে একসাথে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করতে।
বাইজিদ বলেন, আমরা দুই ভাই সবসময় একসঙ্গে চলতাম এবং একই সাথে একই বিষয়ে পড়তাম। আমরা দুই ভাই একই শিক্ষকের কাছে পড়েছি। এ কারণে আমরা দুই ভাই একই রেজাল্ট করেছি। আমাদের দুই ভাইয়ের ইচ্ছা মেরিন অফিসার হওয়ার। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
বাবা সাইদুর রহমান ও মা জুলেখা বেগমও ছেলে-মেয়েদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
সুবচনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন সিকদার বলেন, আমাদের স্কুলের শিক্ষার্থী তিন ভাই বোন সাকিবা, বাইজিদ ও জিহাদ একসাথে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। সর্বোচ্চ ৪.৭৮ নাম্বার পেয়েছে জমজ দুই ভাই ভাইজিদ ও জিহাদ। তারা দুই ভাই সকল বিষয়ে একই নাম্বার পেয়েছে। এটা সত্যিই আশ্চর্যের বিষয়।
কেকে/এজে