নীলসাগর আদর্শ বিদ্যাপীঠে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ২৫ জন
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৮:১৬ পিএম
নীলসাগর আদর্শ বিদ্যাপীঠের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী। ছবি : প্রতিনিধি
নীলফামারীর নীলসাগর আদর্শ বিদ্যাপীঠে এবারের এসএসসি পরীক্ষায় ৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ৫৬ জন শিক্ষার্থী পাস করেন। এর মধ্যে ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। শতভাগ পাস ও জিপিএ-৫ পাওয়ায় আনন্দে ভাসছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।
বিদ্যালয়ের উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, শির্ক্ষাথীদের এমন ফলাফলে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের ৫৬ জন শিক্ষার্থীদের মধ্যে ৫৬ জনই জিপিএ-৫ পাওয়ার যোগ্য ছিল বলে আমি মনে করি। তবে এবার ২৫ জন জিপিএ-৫ পেয়েছেন।
তিনি আরো বলেন, আমাদের বিদ্যালয়ে পাঠদান চলে নিয়মিত ও লার্নিং পদ্ধতিতে। এজন্য শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক পড়াশোনার মনোভাব ও মননশীলতা তৈরি হয়। অভিভাবক ও শিক্ষকদের মাঝে একটি সেতুবন্ধন সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে যেন সরে না যায় এটি নজরে থাকে।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মিষ্টিমুখ করাচ্ছেন শিক্ষক। ছবি : প্রতিনিধি
উল্লেখ্য, ২০২০ সালে এ প্রতিষ্ঠানে ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৬ জন। এরপর ২০২১ সালে ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ১৩ জন। ২০২২ সালে ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ১৫ জন। ২০২৩ সালে ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ২২ জন। ২০২৪ সালে ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ২৪ জন। এবার ২০২৫ সালে ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন। গোল্ডেন (এ প্লাস) পেয়েছেন ১৬ জন। সাধারণ (এ প্লাস) পেয়েছেন ৯ জন ও গ্রেড (এ) পেয়েছে ২৭ জন, গ্রেড (এ-) পেয়েছেন মাত্র চারজন।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও নীলসাগর গ্রুপের উপদেষ্টা এবং নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফজালুল হক বলেন, শিক্ষক মণ্ডলীর প্রচেস্টায় শিক্ষার্থীরা শতভাগ ফলাফল অর্জন করায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন ও এ ধারাবাহিক সফলতা ধরে রাখার জন্য সাধুবাদ জানান।