উন্নত চিকিৎসার লক্ষ্যে সাপের এক্স-রে!
এম. নাজিম উদ্দিন, পটুয়াখালী
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১২:০৯ পিএম আপডেট: ১০.০৭.২০২৫ ১২:১৬ পিএম

ছবি: খোলা কাগজ
পটুয়াখালীর কলাপাড়ায় আঘাতপ্রাপ্ত একটি মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধারের পর উন্নত চিকিৎসার লক্ষ্যে ভেটেরিনারি সার্জনের পরামর্শে এক্স-রে করেছে এনিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা।
বুধবার (৯ জুলাই) রাত ১০টায় পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে সাপটিকে নিয়ে আসা হয়। পরে এক্স-রে করে জানা যায় সাপটির মাঝ বরাবরের হাড়ে ফাটল ধরেছে।
এর আগে সকালে পার্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা দফাদার বাড়িসংলগ্ন এলাকা থেকে সাপটিকে লাঠি দিয়ে পেটানো অবস্থায় গ্রামবাসীদের হাত থেকে রক্ষা করে এনিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা।
প্রথমবারের মতো সাপের এক্স-রে করা দেখে অনেকে হতবাক বনে গেলেও বন্যপ্রাণী রক্ষার কাজকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। সবুজ এবং লাল ও কালো রঙের ডোরাকাটা প্রাপ্তবয়স্ক এ সাপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট।
এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিকের সহায়তায় আহত সাপটির এক্স-রে করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ভেটেরিনারি সার্জনের কাছে পাঠানো হবে।
কেকে/এএস