শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: কুমিল্লায় লরির নিচে চাপা পড়ে একই পরিবারের ৪ জন নিহত      ড. ইউনূসের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ      ইসরাইলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরো ৭০ ফিলিস্তিনি নিহত      ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      
রাজধানী
প্রতিদিন গড়ে ৪ লাখ যাত্রী ওঠে মেট্রোতে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৮:০৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীবাসীর একটি অংশের স্বস্তির বাহন মেট্রোরেল। প্রতিদিন গড়ে চার লাখ মানুষ যাতায়াত করে মেট্রোতে। সবচেয়ে বেশি ভিড় হয় অফিস টাইমের শুরু ও শেষের সময়ে। তবে মাস হিসেবে ফেব্রুয়ারিতেই বেশি মেট্রোতে বেশি চলাচল করেছে যাত্রী। বইমেলা থাকায় এই মাসে মেট্রোতে যাত্রী বেশি ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রো রেল চালু হয়। সব স্টেশনে যাত্রী ওঠা-নামা শুরু হয় ২০২৩ সালের শেষ দিনে।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু মেট্রো রেলপথটি লাইন-৬ নামে পরিচিত। এই লাইনের জন্য ২৪ সেট মেট্রো ট্রেন রয়েছে। বর্তমানে ১৪টি ট্রেন সব সময় লাইনে চলাচলরত অবস্থায় থাকে। তিন সেট ট্রেন বিশেষ প্রয়োজনে লাগতে পারে এই বিবেচনায় প্রস্তুত রাখা হয়।

বর্তমানে ব্যস্ত সময়ে (পিক আওয়ার) মেট্রো রেল চলাচল করে প্রতি ৮ মিনিট পর পর। অন্য সময় (অফপিক আওয়ার) ১০ মিনিট পর পর ট্রেন চলাচল করে। শুক্রবার চলে বিকেল ৩টা থেকে। অন্যান্য সরকারি ছুটির দিন পিক আওয়ারে ৮ মিনিট এবং অফ পিক আওয়ারে ১২ মিনিট পর পর মেট্রো রেল চলাচল করে।

ঢাকার মেট্রো রেলে সবচেয়ে বেশি যাত্রী ওঠে মিরপুর-১০ নম্বর স্টেশন থেকে। চালু হওয়ার পর থেকে এই স্টেশন থেকে এক কোটি ৭৮ লাখের বেশি যাত্রী ওঠা-নামা করেছে। যদিও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষতিগ্রস্ত হয়ে দুই মাস বন্ধ ছিল স্টেশনটি। এ ছাড়া এক কোটির বেশি যাত্রীর তালিকায় রয়েছে উত্তরা উত্তর, মতিঝিল, আগারগাঁও, কারওয়ান বাজার ও বাংলাদেশ সচিবালয় স্টেশন। আর সবচেয়ে কম যাত্রী যাতায়াত করেছে উত্তরা দক্ষিণ ও বিজয় সরণি স্টেশন থেকে। উত্তরা দক্ষিণ স্টেশনটি থেকে যাতায়াত করেছে পৌনে ১২ লাখের মতো যাত্রী। দিনে ওই স্টেশনে হাজার দু-এক যাত্রী হয় বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে।

মাস হিসাবে মেট্রোতে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেছে গত ফেব্রুয়ারি মাসে। মূলত বইমেলা থাকায় এই মাসে বেশি যাত্রী থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া ওই সময় রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কর্মসূচিতে ছিল নানা শ্রেণি-পেশার মানুষ। তীব্র যানজট ছিল সড়কে। তাই যানজট এড়াতেও মেট্রোতে ঝুঁকেছিলেন যাত্রীরা।

ডিএমটিসিএল সূত্র বলছে, চালুর পর সর্বাধিক যাত্রী যাতায়াত করেছে গত ২৭ ফেব্রুয়ারি। ওই দিন মোট যাত্রী পরিবহন করা হয় ৪ লাখ ২৪ হাজার ৪৮১ জন। এর আগের দিন মেট্রো রেলে যাত্রী হয় ৪ লাখ ৯ হাজার ৪৫০ জন। এর আগে ১৩ ফেব্রুয়ারি মেট্রো রেলে যাত্রী হয় ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  প্রতিদিন গড়ে   ৪ লাখ যাত্রী   মেট্রো  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দুর্ঘটনায় পা হারিয়ে নূরে আলমের সংগ্রামী জীবন
তাহিরপুরে ভুয়া এনএসআই সদস্য আটক
নীলফামারীতে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লায় লরির নিচে চাপা পড়ে একই পরিবারের ৪ জন নিহত
শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে গ্রেফতার

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ানো আ.লীগ নেতা অবশেষে গ্রেফতার
নীলফামারীতে বালিকাদের ফুটবল খেলা অনুষ্ঠিত
রাবির বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু ২৩ আগস্ট
মৌলভীবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ শিক্ষক চাকরিচ্যুত

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close