রাজধানীর দক্ষিণখানে মসজিদের ভেতরে ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজনকে ঘিরে স্থানীয় মুসুল্লি ও নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দক্ষিণপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আরাফাত হোসেন খোকার জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করেন দক্ষিণখান থানার ৪৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হযরত আলী ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য ও ৪৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান আকরাম ও শাজাহান আলী, আহ্বায়ক সদস্য ফুল ইসলাম ও আব্দুল্লাহ।
অনুষ্ঠানের ভিডিও ফুটেজ স্থানীয় বিএনপি নেতারা ফেসবুকে শেয়ার করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে অনেকে বিরূপ প্রতিক্রিয়া জানান। পরবর্তীতে সমালোচনার মুখে ফেসবুক থেকে ভিডিওটি মুছে ফেলেন কয়েকজন নেতা।
এ বিষয়ে জানতে চাইলে ৪৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হযরত আলী বলেন, ‘বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষের জানা না থাকার কারণে এখানে একটু ভুল বার্তা ছড়িয়েছে। এটি মসজিদ কমপ্লেক্সে হলেও আমরা কিছুদিন আগে মাদ্রাসা চালু করেছি। এখানে প্রায় ৭০-৮০ জন শিক্ষার্থীও আছে। আমরা তাদের নিয়ে মসজিদের ওপরে এ আয়োজন করেছি। মসজিদের ভেতরে নয়। যারা সমালোচনা করছেন তারা বিষয়টি ভালোভাবে না জেনেই মন্তব্য করছেন। তাছাড়া আমিও একজন মুসলমান, ধর্মীয় অনুভূতিতে আঘাত আসুক; এমন কাজ অন্তত আমার মাধ্যমে হবে না।’
কেকে/এএস