আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। পরে তাদেরকে থানায় হস্তান্তর করেন যৌথ বাহিনী।
শনিবার (১৬ আগস্ট) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে রাতে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রংপুর জেলার বদরগঞ্জ থানার উত্তর বাউচার এলাকার আকতারুল ইসলামের ছেলে মতিউর রহমান (২৮) ও নীলফামারী জেলার ডিমলা থানার দোহারপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৫)। তারা উভয়ে আশুলিয়ায় ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অনন্ত গ্রুপের একটি পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন কারখানা কর্তৃপক্ষ। পরে শুক্রবার সন্ধ্যার দিকে যৌথ বাহিনীর একটি আভিযানিক দল আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় গ্রেফতার দুইজনকে রাতে থানায় হস্তান্তর করেছেন যৌথ বাহিনী। শনিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।
কেকে/এআর