রাজধানীর মোহাম্মদপুরের মাদকের হটস্পট হিসেবে চিহ্নিত জেনেভা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) বিকাল ৪টার পর অভিযান শুরু হয়। এসময় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানার নেতৃত্বে অভিযান শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ।
আটককৃতরা হচ্ছে ফয়সাল ও সেলিম। তারা স্থানীয় মাদক কারবারি বলে জানা গেছে।
জানা যায়, জেনেভা ক্যাম্পের জনসংখ্যা প্রায় ৩০ হাজার। ক্যাম্পটি দুই অংশে বিভক্ত। এক পাশে ব্লক এ এবং বি। অপর পাশে সি থেকে আই পর্যন্ত (৭টি ব্লক)। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এরা মূলত তখন থেকেই বসবাস করে এসেছে কিন্তু ৮০ দশকের পর কিছু উর্দুভাষী ব্যক্তিরা মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে সেই থেকেই চলছে এখানে মাদক কিন্তু এখানে বেশ কিছু ভালো মানুষও রয়েছে, রয়েছে ভালো কিছু পরিবার।
সোমবার সকালে, গতকাল এবং এর আগে এই ক্যাম্পে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েকটি মাদক ব্যবসায়ীরা নিজেদের আধিপত্য বিস্তার করতে নিজেরাই মারামারি করলে একজন নিহত হয়। এ ঘটনার পর পুলিশের অভিযান শুরু হলে অভিযানে দুজনকে আটক করা হয়।
অভিযানের বিষয়ে এডিসি জুয়েল রানা সাংবাদিকদের বলেন, মাদক ব্যবসায়ীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। নিয়মিত তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করছি। এরপর তারা জামিনে এসে ফের তাদের ব্যবসা দখলে নিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। খুব শিগগিরই আবারও তাদের গ্রেফতার করব। আজকে দুজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
তিনি জানান, সংঘর্ষের সময় শাহ আলম নামে একজনকে ধাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহ আলম সেলুনে কাজ করতো।
তিনি আরো জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। শাহ আলম হত্যার ঘটনায় আরো একটি মামলা দায়ের হবে। এ ঘটনায় ফয়সাল ও সেলিম নামে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অগণিত মামলা রয়েছে। পর্যায়ক্রমে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
জেনেভা ক্যাম্পটিতে রয়েছে বেশ কয়েকটি মাদক ব্যবসায়ী গ্রুপ। শীর্ষ মাদক ব্যবসায়ীরা মাদকের স্পট গুলো দখলে নিতে মরিয়া হয়ে ওঠেছে। পুরো জেনেভা ক্যাম্পের মাদকের সাম্রাজ্য কে দখলে নিবে। এমন পরিসংখ্যানে ভয়াবহ হয়ে উঠছে জেনেভা ক্যাম্পের চিত্র। এখানে রয়েছে ৩ থেকে ৪ টি মাদকের স্পট।
জেনেভা ক্যাম্প বাসিন্দাদের সূত্রে জানা যায়, জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল ও বেজি নাদিম মিলে পিচ্চি রাজার মাদকের স্পট দখলে নিতে এ হামলা চালায়। বেশ কয়েকদিন যাবৎ পুরো জেনেভা ক্যাম্পের মাদকের আধিপত্য দখল করতে দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে হামলাসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে মাদক ব্যবসায়ীরা।
কেকে/ এমএস