নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের ‘ডোর টু ডোর’ প্রকল্পের সেরা পারফর্মারদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকালে জেলা শহরের নীলসাগর গ্রুপের পরিবহণ গ্রুপে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম।
ডোর টু ডোর প্রকল্পের ইনচার্জ আওরঙ্গজেব সুজনের সভাপতিত্বে নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিনের প্রতিনিধি মাসুম শাহরীয়ার, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান ও সাবেক সভাপতি তাহমিন হক ববি বক্তব্য দেন।
চীফ মনিটরিং অফিসার রবিউল ইসলাম লিটনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নীলসাগর গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা অমিত চাকি।
প্রকল্পের আওতায় বেস্ট পারফরমার, বেস্ট টীম লিডার, বেস্ট সেলার, বেস্ট ডেলিভারী সেলস রিপ্রেজেনটেটিভসহ বিভিন্ন ক্ষেত্রের ১৮জনকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে নীলসাগর কনজ্যুমারের ঈদ ধামাক অফারের ক্রেতাদের নিয়ে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
র্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার হিসেবে একটি মোটর সাইকেল পান কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামের রবিউল ইসলাম এছাড়াও তৃতীয় পুরস্কার হিসেবে জলঢাকা উপজেলার ধর্মপাল এলাকার আবুল কালাম পান একটি ফ্রিজ ও জেলা সদরের চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদের সদস্য রাসেল আহমেদও পান একটি ফ্রিজ।
ডোর টু ডোর প্রকল্পের চীফ মনিটরিং অফিসার রবিউল ইসলাম লিটন জানান, পাঁচশ জন ক্রেতাকে দেয়া হয় র্যাফেল ড্রয়ের পুরস্কার। মোটর সাইকেল ফ্রিজ ছাড়াও গাভী, মোবাইল ও বাহারী পুরস্কার ছিলো।
কেকে/ এমএস