ডোর টু ডোর প্রকল্পের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ছবি : খোলা কাগজ
নীলফামারীতে নীলসাগর গ্রুপের নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড ‘ডোর টু ডোর’ প্রকল্পের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) নীলসাগর পরিবহণ বিভাগের চত্বরে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ডোর টু ডোর প্রকল্পের ইনচার্জ মো. আওরঙ্গজেব সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জজকোর্ট এর বিজ্ঞ জিপি অ্যাডভোকেট আবু মো. সোয়েম।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, নীলসাগর গ্রুপের পরিচালক আবু সালেহ্ মো. সোহেল রানা, মো. আব্দুল আজিজ এবং মানবসম্পদ ও প্রশাসন কর্মকর্তা অমিত কুমার চাকি, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান হাবীব লেলিনের প্রতিনিধি মাসুম শাহরীয়ার, নীলসাগর গ্রুপের সি ই ও রাকেশ দত্ত, ব্যবস্থাপক মানবসম্পদ ও প্রশাসন বিভাগ নুর এ আলম ছিদ্দিক, নীলসাগর কনজ্যুমার হেড অফ সেলস্ মো. ওমর ফারুক, চীপ মনিটরিং অফিসার রবিউল ইসলাম লিটন, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববি, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, নিউজ টুয়েন্টি ফোর জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্, এটিএন নিউজ জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, একাত্তর টিভি জেলা প্রতিনিধি কাজল রায়, দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেনসহ অনেকে।
নীলসাগর গ্রুপের ডোর টু ডোর প্রকল্পের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
অনুষ্ঠানে বক্তারা বলেন, নীলসাগর কনজ্যুমার, নীলসাগর গ্রুপের প্রোডাক্ট তাই নীলফামারীর বাসিন্দাদের এ পণ্য ব্যবহার করতে হবে। অন্যান্য কনজুমার প্রোডাক্টের তুলনায় মান ও দাম সহনীয় পর্যায়ে যা সকলের লাগালের মাঝে। এসময় নীলসাগর গ্রুপের পণ্য দেশ ও দেশের বাইরে সুনাম প্রত্যাশা করেন বক্তারা।
নীলসাগর গ্রুপ পূর্বের ন্যায় চলমান থাকার জন্য সকলের সহযোগিতা কামনা করেন উপস্থিত বক্তারা। আলোচনা সভা শেষে নীলসাগর কনজ্যুমার লি. ডোর টু ডোর প্রকল্পের র্যাফেল ড্র এর মধ্য দিয়ে পুরস্কার বিতরণ করা হয়।