শ্রীপুরে ৩ দিন ধরে পৃথক স্থানে ৫টি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এতে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৮ জুলাই) শ্রীপুরে অনেক এলাকাতে ঘুরে দেখা যায় অনেকেই যার যার আত্মীয়-স্বজনের কবরের কঙ্কাল রক্ষায় আতঙ্কে আছে। বিভিন্ন এলাকায় টিম করে কবর পাহারা দিচ্ছে।
কারণ সোমবার (৭ জুলাই) ভোর রাতের দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের একটি পারিবারিক কবরস্থান থেকে দুটি কঙ্কাল চুরি হয়েছে। এর আগে গত ৪ জুলাই ভোর রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভূতুলিয়া ঢংপাড়া মসজিদের পাশ থেকে দুটি ও ভূতুলিয়া দক্ষিণ পাড়া বাচ্চু মেম্বারের পারিবারিক কবরস্থান থেকে ১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে
স্থানীয় সূত্রগুলো জানায়, সোমবার সকালের দিকে ভাংনাহাটি গ্রামের একটি পারিবারিক কবরস্থানে দুটি কবর খুঁড়া দেখতে পান তারা। অনুসন্ধান করে দেখেন ভেতরে কঙ্কাল নেই। ওই গ্রামের নাঈম শেখ জানিয়েছেন, হাছেন আলী মণ্ডলের ছেলে রফিক মণ্ডল এবং হবিজ উদ্দিন মণ্ডলের স্ত্রী মিনারার কবর ছিল সেখানে।
তাদের কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়েছে। তারা এ ঘটনায় সবাই অন্যান্য কবরের নিরাপত্তার শঙ্কায় ভুগছেন। রাত জেগে আজ মঙ্গলবার সবাই কবর পাহারা দিচ্ছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কবর দুটি দুই বছরের পুরাতন। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএস