মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দুইটি বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন।
রোববার (৬ জুন) সকাল সাড়ে দশটার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইতালি এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ভাঙ্গা দিকে যাচ্ছিল। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন গোলচক্কর আসলে যাত্রীবাহী বাসটি সামনে থাকা স্টার এক্সপ্রেসকে ধাক্কা দেয়। এতে পরিবহনটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় আহত হয় অন্তত ২০জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে হাইওয়ে পুলিশ।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে বাসের চালক পালিয়ে গেছে। ঘাতক বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় নেয়া হবে আইনগত ব্যবস্থা।
কেকে/ এমএস