আমি দীর্ঘদিন জাতীয় পার্টির সাথে কাজ করেছি। তখনও আমি ইসলামী আন্দোলনের প্রতি আগ্রহ ছিল। বাংলার জমিনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম করতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তাই আমি স্বজ্ঞানে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করার মাধ্যমে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। জামায়াতের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিদারুল আলম এ বক্তব্য রাখেন।
শুক্রবার (৪ জুলাই) সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আয়োজনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের দায়িত্বশীল সমাবেশে জামায়াতের সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম সম্পাদক ডা. মো. দিদারুল আলম জামায়াতে যোগদান করেন। তিনি সীতাকুণ্ড কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ওবায়দুল হক (র.) এর উত্তরসুরী ও বাড়বকুণ্ড ইউনিয়নের বাসিন্দা।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহের বলেন,আমরা দাওয়াতি সপ্তাহ পালন করতে গিয়ে ডাক্তার দিদারকে জামায়াতে ইসলামীর পরিচিতি ও বইপত্র বিলি করি। তিনি এগুলো পড়ে জামায়াতে যোগদানের মত প্রকাশ করেন।
শুক্রবার সকালে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে সেখানে তিনি জামায়াতে ইসলামের ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তিনি আমৃত্যু পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে ইসলামের খেদমত করে যাবেন বলে জানান।
আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেন চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মোহাম্মদ আলাউদ্দিন সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানসহ জেলা উপজেলার জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এআর