সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে, আগুন দিয়ে পুড়িয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকার এসিআই ফুড লিমিটেড ফ্যাক্টরির পেছনের একটি ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই ফ্যাক্টরির গার্ড ও কর্মচারীদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে ফ্যাক্টরির বেশকিছু দরজা-জানালার গ্লাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ লোকজন।
নিহত মানসিক প্রতিবন্ধী শামীম হোসেন (২৮) কুটিরচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
কামারখন্দ থানার এসআই আব্দুর রউফ জানান, গত বুধবার (২ জুলাই) দুপুরে শামীম বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও স্বজনরা তাকে পাননি।
শুক্রবার দুপুরে নিহতের বাবা সাইফুল এসিআই ফুড লিমিটেড ফ্যাক্টরির পেছনের একটি ডোবার জঙ্গলের ভেতর ছেলের মরদেহ দেখতে পান। এরপরই সেখানে বিপুল সংখ্যক নারী-পুরুষ ভিড় করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
তিনি আরো বলেন, ‘মানসিক প্রতিবন্ধী শামীমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তাকে কুপিয়ে ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আলামত নষ্ট করার জন্য তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।
বিক্ষুব্ধ লোকজন হত্যাকাণ্ডের ঘটনায় এসিআই ফুড লিমিটেড ফ্যাক্টরির গার্ড ও কর্মচারীদের দায়ী করে ফ্যাক্টরির কিছু দরজা-জানালার গ্লাস ভাঙচুর করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কেকে/ এমএস