গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে খোরশেদ আলম (৪০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মধ্যপাড়া এলাকায় ফকির মজনু শাহ সেতুর নিচে এ ঘটনা ঘটে।
নিখোঁজ খোরশেদ আলম কাপাসিয়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। দীর্ঘ দুই দশক ধরে তিনি মানসিকভাবে অসুস্থ। তার স্ত্রী ও তিন সন্তানের মধ্যে রয়েছে দুটি মেয়ে ও একটি ছেলে।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, খোরশেদ আলম প্রায় ২০-২৫ বছর ধরে মানসিকভাবে ভারসাম্যহীন। বিকালে তিনি বাবা-মায়ের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। খবর পেয়ে আমরা কাপাসিয়া ফায়ার সার্ভিসে জানালে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান জানান, টঙ্গী ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট রওনা দিয়েছে।
কেকে/এএম