কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে ১০০ কোটি টাকা অর্জনের অভিযোগ প্রকাশ করায় সাংবাদিক ও দলের দুই নেতার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন তিনি নিজেই।
বুধবার (২ জুলাই) চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়।
মামলায় ‘অগ্রযাত্রা’ ফেসবুক পেইজের সম্পাদক মেহেদী হাসান অর্ণব, রিপোর্টার খান মঈন উদ্দিন ও ফাহিম হাসান ছাড়াও জেলা বিএনপির নেতা সুলতান আহমদ ও টেকনাফের ইমান হোসেনকে আসামি করা হয়।
‘অগ্রযাত্রা’ ফেসবুক পেইজে ৪ জুন প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়, ৫ আগস্টের পর হঠাৎ করে বিপুল সম্পদের মালিক হন সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
এ প্রতিবেদনকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে মামলাটি দায়ের করা হয়।
ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
কেকে/ এমএস