সাতক্ষীরার শ্যামনগরে বিষধর সাপের কামড়ে আফসার আলী গাইন (৫২) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) রাত ১২টার দিকে সাপে কামড়ানোর পর সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১ জুলাই) ভোর ৫টার দিকে তিনি মারা যান।
ঘের মালিক আফসার আলী গাইন (৫২) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের মৃত রজব আলী গাইনের ছেলে।
আত্মীয় মুকুল হোসেন জানান, আফসার আলী গাইন গত ২৪ জুন রাতে আবাদচন্ডিপুর গ্রামে তার মাছের ঘের পাহারা দিতে যান। রাত ১২টার দিকে ঘেরের বাঁধের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বিষধর সাপ তার পায়ের পাতায় কামড় দেয়। এ সময় দ্রুত বাড়িতে যাওয়ার পর ওই রাতেই তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
রোববার সকালে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে নিয়ে তাকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।
কেকে/এএস