নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ভুয়া মেজর, ১৭ পিস ইয়াবাসহ মাদককারবারি এবং তাজাগুলিসহ ২ যুবককে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
রোববার (২৯ জুন) দিবাগত রাতে তাদের আটক করে রূপগঞ্জ থানা পুলিশ।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, মুড়াপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে পিস্তলের গুলিসহ কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন ও আড়াইহাজার থেকে আসা সন্ত্রাসী আল আমিন সাব্বিরকে গ্রেফতার করা হয়। তাদের আইনের আঁওতায় নেওয়া হয়েছে।
আসামিদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ছাড়াও উপজেলার তারাব মোগরাকুল এলাকায় যৌথ বাহীনির একটি টিমের কাছে ভুয়া মেজর পরিচয় দিলে মাহমুদউল্লাহ নবী নামের এক যুবককে তার নিজবাড়ি থেকে আটক করা হয়। তার বিষয়ে তদন্ত চলছে।
একই রাতে অপর একটি টিমের অভিযানে ১৭ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এএস