সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
গ্যাস পাওয়ার অপেক্ষা ফুরাচ্ছে না বিয়ানীবাজারবাসীর
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ২:৪৪ পিএম আপডেট: ৩০.০৬.২০২৫ ৪:৪১ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

বিয়ানীবাজার থেকে জাতীয় গ্রিড সঞ্চালন লাইনে প্রতিদিন যুক্ত হচ্ছে প্রায় আট মিলিয়ন ঘনফুট গ্যাস। এরপরও উপজেলার অন্তত ৮০ ভাগ এলাকায় গ্যাসের সংযোগ নেই। ঠিক কবে নাগাদ এ অঞ্চলের পুরো এলাকায় গ্যাস সরবরাহ শুরু হবে, তা বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ নিয়ে হতাশ ব্যবসায়ীসহ উপজেলার সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, জোগান না থাকায় পাইপলাইনে গ্যাস সরবরাহ করা নিয়ে এই অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

এসজিএফএল সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রের দুটি কূপ আছে। এর মধ্যে ১ নম্বর কূপ থেকে ১৯৯১ সালে গ্যাস তোলা শুরু হয়। ২০১৪ সালে কূপটি বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে আবার গ্যাস উত্তোলন শুরু হলেও ওই বছরের শেষের দিকে আবার বন্ধ হয়ে যায়। ২০১৭ সালের শুরু থেকেই কূপটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এরপর বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন (বাপেক্স) ওই কূপে অনুসন্ধানকাজ চালিয়ে গ্যাসের মজুত পায়।

জানা যায়, ২০১২ সালে বিয়ানীবাজার উপজেলাজুড়ে গ্যাস সরবরাহের দাবিতে স্থানীয় জনগণ আন্দোলনের ডাক দিয়েছিলেন। গ্যাসের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশও করেন। সুজন উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আমান উদ্দিন বলেন, ‘গ্যাস সরবরাহ নিয়ে বিয়ানীবাজারের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। গ্যাসের অভাবে এখানে শিল্পের সম্ভাবনাগুলো মুখ থুবড়ে পড়ছে।

জানা যায়, বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপটি চার দশক আগের। ১৯৮১ সালে এ গ্যাস ফিল্ডে কূপ খনন শুরু হয়। এরপর গ্যাস ফিল্ডটি থেকে গ্যাস তোলা শুরু হয় ১৯৯১ সালে। গ্যাস উত্তোলনের চারদশক পেরিয়ে গেলেও উপজেলার সর্বত্র গ্যাস সরবরাহ না হওয়ায় ব্যথিত এ জনপদের মানুষ। পাইপ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিয়ানীবাজারের প্রায় ১৫ ভাগ পরিবারে সিলিন্ডার গ্যাস ব্যবহৃত হচ্ছে। শিল্পখাতের বিনিয়োগ পুরোটাই স্থবির।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল বলেন, আগামী ১০ বছর বিয়ানীবাজারের গ্যাস কূপ থেকে গ্যাস উত্তোলন করা যাবে। কূপটি থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এতে দৈনিক ১২৫ থেকে ১৩০ ব্যারেল কনডেন্স গ্যাস পাওয়া যাচ্ছে। তবে বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার বিষয়টি সরকারের সিদ্ধান্ত। এক্ষেত্রে আমাদের কিছু করার নেই।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close