কিশোরগঞ্জে প্রচণ্ড দাবদাহে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে উপজেলা ছাত্রদল।
রোববার (২৯ জুন) সকালে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ২০০ টি পানির বোতল ও ১৫০ টি খাবার স্যালাইন বিতরন করে কিশোরগঞ্জ উপজেলা ছাএদল ও সরকারি কলেজ শাখার নেতাকর্মীরা।
এছাড়া অভিভাবকদের দিকেও ছিল বিশেষ নজর। অভিভাবকদের তাবু টেনে বসার ব্যবস্থাসহ গরমে অসুস্থ হয়ে কেউ যাতে কষ্ট না পান, সে জন্য কেন্দ্রের বাইরে অবস্থানরত ছাত্রদল নেতাকর্মীরা প্রস্তুত ছিলেন সহায়তা দিতে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাএদলের সদস্য সচিব রাসেল প্রামানিক, কিশোরগঞ্জ ইউনিয়ন সভাপতি স্বপন মিয়া, পুটিমারী ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ, গাড়াগ্রাম ইউনিয়ন সভাপতি আরিফুজ্জামান আরিফ, সরকারি কলেজ ছাএদলের সভাপতি রোকনুজ্জামান, সহ সভাপতি সাগর মিয়া, সা. সম্পাদক সাজিদ ফয়সাল রাদ, প্রচার সপাদক নুরনবী, হোসেন আলী প্রমুখ।
উপজেলা ছাএদলের সদস্য সচিব রাসেল প্রামানিক বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গরমে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা দিতে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছি। এছাড়াও অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা করেছি। পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে উৎসাহ দিয়েছি। ছাত্রদল সবসময় শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে। আমরা চাই সমাজে ভালো কাজের প্রতিযোগিতা হোক।
বেশ কয়েকজন অভিভাবকদের সাথে কথা হলে তারা বলেন, এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রমে প্রশংসার দাবিতার। শিক্ষার্থীরাও ছাত্রদলের এ পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেছে।
কেকে/ এমএস