মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংঘটিত গণধর্ষণ মামলার প্রধান এজাহারভুক্ত আসামি মো. রহিমকে (৩২) চাঁদপুরের মতলব দক্ষিণ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদারের স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভুক্তভোগী (২৯) তার স্বামীর দোকানে যাওয়ার উদ্দেশে একটি অটোরিকশাযোগে রওনা দিলে পথে সিরাজদিখান উপজেলার মোল্লাকান্দি বালুরচর ডিসি প্রজেক্ট এলাকায় পৌঁছালে অভিযুক্ত মো. রহিমসহ অপর আসামিরা তাকে পথরোধ করে।
পরে তারা ভুক্তভোগীকে জোরপূর্বক প্রকল্প এলাকার ভিতরে নদীর পাড়ের ঝোপঝাড়ে নিয়ে যায় এবং জামা কাপড় খুলে ঘাসের ওপর শোয়ানোর পর সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে।
ঘটনার পর ভুক্তভোগী নিজেই সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৭, তারিখ-২১/০২/২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(৩) ধারায় এজাহার গ্রহণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের গ্রেফতারসহ দ্রুত বিচারের জন্য র্যাব-১০ এর অধিনায়ক বরাবর সহযোগিতা চেয়ে আবেদন করেন।
এরপর র্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গতকাল ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৮টায়, র্যাব-১০ এর একটি আভিযানিক দল র্যাব-১১ এর সহযোগিতায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার বহরী আড়ত বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. রহিমকে (৩২) গ্রেফতার করে। গ্রেফতারকৃত রহিম মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার চর চসুমদ্দিন গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। র্যাব জানায়, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
কেকে/এএম