দীর্ঘমেয়াদি এক অসুখে ভুগছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। শনিবার (২৮ জুন) রাতে নিজের ফেসবুক হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
জোভান লিখেছেন, আমার মাইগ্রেন আছে, আমার সঙ্গে ভালো ব্যবহার করুন। আমরা ভালো থাকিই বা কয়দিন? বেশি গরম পড়লে আমাদের মাথা ব্যথা করে, আবার বেশি শীত পড়লেও মাথা ব্যথা করে। এখন বৃষ্টির সিজন। বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথা ব্যথা করে।
এই অভিনেতা আরো লিখেছেন, ‘মাইগ্রেন রোদে গেলে বাড়ে, আগুনের তাপে বাড়ে, চোখে আলো পড়লে বাড়ে, খুব সাউন্ডে বাড়ে। একটু এদিক-সেদিক হলেই ব্যথা এসে হাজির। তাই বলছি, যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত। আমাদের জীবনে কিন্তু শান্তি খুব কম থাকে।
২০১১ সালে জোভানকে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যায়। এ ছাড়া আতিক জামানের ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার পর্দায় দেখা যায় তাকে। তারপর ধারাবাহিকভাবে নাটকে অভিনয় করে গেছেন তিনি। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে।
এবারের কুরবানির ঈদে তার অভিনীত ‘আশিকী’ নাটকটি ব্যাপক সাড়া ফেলেছে। ইউটিউব ট্রেন্ডিংয়ে কয়েক সপ্তাহ শীর্ষে ছিল নাটকটি। এতে জোভানের সঙ্গে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা।
কেকে/এএম