ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের ১৯ ঘণ্টা পর শামীম ফকির (২৯) নামে এক শারীরিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ জুন) সকাল ৬টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের দেবস্থান গ্রামে ওই প্রতিবন্ধীর বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। প্রতিবন্ধী যুবক ওই গ্রামের মো. আবু বকর সিদ্দিক ফকিরের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শামীম ফকির একজন শারীরিক প্রতিবন্ধী। তিনি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। অনেক ডাক্তার ও কবিরাজ দিয়ে চিকিৎসা করালেও শামীম সুস্থ হয়ে ওঠেনি।
সর্বশেষ গত ২৭ জুন শুক্রবার আনুমানিক সকাল ১১টা থেকে শামীম ফকির হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। তাকে বাড়ি ও আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও সন্ধান মেলেনি। পরদিন শনিবার (২৮ জুন) সকাল ৬টার দিকে বাড়ির পশ্চিম-দক্ষিণ পাশের পুকুরে শামীমের মরদেহ ভাসতে দেখে তার চাচা জসিম উদ্দিন।
এ সময় তিনি বাড়ির ও আশেপাশের লোকজনের ডেকে পুকুর থেকে প্রতিবন্ধী শামীমের মরদেহটি পুকুরের পাড়ে উঠান।
পরিবারের লোকদের ধারণা মৃগী রোগে আক্রান্ত শামীম সকলের অজান্তে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করে পুলিশ।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ প্রতিবন্ধী যুবকের মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও তাদের বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে পরিবারের লোকজনের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
কেকে/এএম