আমি কৃষ্ণচূড়া, জারুল শিমুল
আমি পলাশ,
আমি গন্ধহীন সোনালু
কিংবা বাগান বিলাশ।
সবাই মুগ্ধ হয়
মনের সৌন্দর্যে তৃপ্ত হয়
সাজায় বাড়ি বাগান আঙিনা,
তবে আমাকে দিয়ে
কেউ সাজায় না ঘর।
খোঁপায় পড়ে না, মালা বানায় না
এমনকি আমায় দিয়ে সাজায় না বাসর।
তবু আমি প্রচণ্ড রোদে পুড়ি
ঝর তুফান মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকি
আকাশ পানে চেয়ে চেয়ে ভরাই অন্তর।
যদি কেউ আমায় ভালোবাসে
দেখে যদি কারো হৃদয় হাসে
তাতেই যেন পূর্ণতার রং
মাধুর্যে ওঠে ভরি।
আমি গন্ধহীন জারুল,
কৃষ্ণচূড়া শিমুল পলাশ
আমি আদরহীন সোনালু
কিংবা বাগান বিলাশ,
অব্যক্ত বেদনা ভারী হয়ে
হয় উর্ধ্বমুখী হৃদয় ছাড়ি।
কেউ না ভালোবাসুক,
আকাশ পানে চেয়ে
আমি ভালোবাসা কুড়াবো,
মুগ্ধ হয়ে তোমার রূপ দেখে
মনের মঞ্জুরিতে রংধনু ছড়াবো।
শূন্যতায় হারায় হারাক নিশ্বাস।
কেকে/এএম