ঢাকা-ময়মনসিংহ রেল রুটের শ্রীপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৭ জুন) দুপুরে দিকে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর ও সাতকামাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—একজন অজ্ঞাত নারী ও একজন পুরুষ। তবে তাদের বিস্তারিত তথ্য জানা যায়নি।
জয়দেবপুর রেলওয়ে জংশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশের এসআই নাদিরুজ্জামান খোলা কাগজকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এস আই কাইয়ুম আলী মরদেহ দুটো উদ্ধার করেছেন। তিনি সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তাদের পরিচয় শনাক্তকরণের চেষ্টা করছি।
এলাকাবাসী জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী জামালপুর কমিউটার ট্রেনে একজন কাটা পড়েন। আরেকজনের মরদেহ রাজেন্দ্রপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর রেল স্টেশন মাস্টার হানিফ আলী খোলা কাগজকে জানান, সাতকামাইর এলাকায় এক অজ্ঞাত নারী ট্রেনে কাটা পড়েছে। আরেকজনের মরদেহ রাজেন্দ্রপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
কেকে/এএম