নওগাঁর নিয়ামতপুরে বৃহস্পতিবার (২৬ জুন) সরকারী নির্দেশনা অনুযায়ী ও স্বাস্থ্য বিধি মেনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলেন উপজেলার ৩৮জন পরীক্ষার্থী।
পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে, এবার এ উপজেলায় এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষা ৪ টি কেন্দ্র ও ১ হাজর ৩শ ২৫জন পরীক্ষার্থী অংশগ্রহন করার কথা থাকলেও ১হাজার ২শ ৮৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
এর মধ্যে এইচএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থী কলেজ শাখায় ১হাজার ৮জন, আলিম শাখায় মোট শিক্ষার্থী ১২১ জন এবং এইচএসসি (বিএম শাখায়) মোট শিক্ষার্থী ১শ ৯৬জন।
এসময় নিয়ামতপুর সরকারি কলেজ কেন্দ্রে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, কেন্দ্র সচিব নিয়ামতপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো জিল্লুর রহমান, টিকরামপুর বিএম কলেজের অধ্যক্ষ গোলাম সফি কামাল প্রমূখ।
ইউএনও মোছা. মুর্শিদা খাতুন সাংবাদিকদের জানান, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে এবারে এইচএসসি পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত পরিবেশে দিচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।
কেকে/ এমএস