নীলফামারীতে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজনে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস।
বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সিভিল সার্জন দপ্তরের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আতিউর রহমান শেখ, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, বিজিবি ৫৬ নীলফামারী ব্যাটালিয়নের নায়েব সুবেদার রহমুতুল্লাহ কবির, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন।
বক্তরা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে প্রত্যেকটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সোচ্ছার হওয়ার আহ্বান জানান।
পরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কেকে/ এমএস