গ্রাম আদালতের বিচারিক সেবা বৃদ্ধি
হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৪:০১ পিএম

ছবি: খোলা কাগজ
গ্রাম আদালতের বিচারিক সেবা বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রাম জেলায় গ্রাম আদালতে গত ১৪ মাসে ১ কোটি ৪৭ লক্ষ ৭৩ হাজার ৭২৩ টাকা ক্ষতিপূরণ আদায় হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিতে চট্টগ্রামে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম জেলায় ১৯১টি ইউনিয়নে মোট ৫৬৮৭টি মামলা গ্রাম আদালতে দায়ের করা হয়েছে। এর মধ্যে ২৩২৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। ১৪১২টি নারী স্বার্থ সংশ্লিষ্ট মামলা গ্রাম আদালতে গ্রহণ করা হয়েছে। জেলা আদালত হতে ১১৯১টি মামলা নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। সারা দেশের ৬১টি জেলায় (৩ পার্বত্য জেলা ব্যাতীত) ৪৬৮টি উপজেলার ৪৪৫৭টি ইউনিয়নে গ্রাম আদালত চলমান আছে। চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার ১৯১টি ইউনিয়নে গ্রাম আদালত কাজ করছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার চট্টগ্রামের উপপরিচালক মো. নোমান হোসেন।
প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার সাজেুদুল আনোয়ার ভূঁঞার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার এম এম এন জামিউল হিকমা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জনাব জাহিদুল করিম কচি।
কেকে/এএস