পূর্বাচলে বনায়ন কর্মসূচির উদ্বোধন করলেন পরিবেশ, বন ও জলবায়ু, পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজউকের অধীনস্থ পূর্বাচল নতুন শহর প্রকল্পের হারারবাড়ি লেক পাড় এলাকায় এ বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু, পানিসম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান। এতে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশে সচিব ড. ফারহিনা আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথির বক্তব্যে বলেন, পূর্বাচলকে বন কেটেই করা হয়েছে, এখানে বন উজাড় হয়েছে গত ২০১০ সাল থেকে। তখন থেকেই নানাভাবে আইনি প্রক্রিয়ায় এসব বন্ধে কাজ করেছিলাম। পূর্বাচলে প্লট বা আবাসিক এলাকা করা ঠিক হয়নি। যেভাবে গাছ নিধন বা ধ্বংস করা হচ্ছে আগামী ২০ বছরে বসবাস উপযোগী থাকবে না। তাই তরুণ নেতৃত্বের অবদান হিসেবে আমরা সবুজায়ন প্রকল্প হাতে নিয়েছি। জিরো সয়েল নীতিতে সব স্থানে গাছ, সবুজ ঘাস লাগানো,শহরে ছাদে গাছ লাগানোর কাজ শুরু করেছি। আশা করি জলবায়ু পরিবর্তনে এ উদ্যোগ কাজে লাগবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন ঢাকা সিটি কর্পোরেশনের বসবাস যোগ্য নগরী গড়তে বনানয়নের বিকল্প নাই। তাই সম্মিলিতভাবে কাজ করছি। জলবায়ু পরিবর্তন করতে হলে সব বিভাগ ও নাগরিক সমাজকে এক হয়ে কাজ করতে হবে।
কেকে/এএস