ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নে স্কুল ও কলেজপড়ুয়া ছাত্রীদের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে উৎসাহ দিতে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি।
মঙ্গলবার (২৪ জুন) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রিনাত ফৌজিয়ার সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজনটি সম্পন্ন হয়। শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে শুভাঢ্যার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে ছাত্রীদের মাঝে টোকেন অব রেসপেক্ট হিসেবে স্বাস্থ্যকর স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ইউএনও রিনাত ফৌজিয়া বলেন, একটি সুস্থ জাতি গঠনে প্রয়োজন সুস্থ মা। অস্বাস্থ্যকর স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের কারণে আমাদের অনেক মা ও বোন জরায়ু ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। আমি ছাত্রীদের অনুরোধ করব, আপনারা অবশ্যই স্বাস্থ্যকর ন্যাপকিন ব্যবহার করুন। আপনাদের সুস্বাস্থ্যই আমাদের জাতীয় সম্পদ।
কর্মসূচিতে আরো বক্তব্য দেন ইউনিয়নের প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তারা, সংশ্লিষ্ট বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সবাই এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় হিসেবে স্বীকৃতি দেন এবং ভবিষ্যতেও এধরনের সচেতনতামূলক আয়োজনের আহ্বান জানান।
উল্লেখ্য, এই কর্মসূচি কিশোরীদের স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক ট্যাবু ভাঙতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
কেকে/এআর