মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) সকালে শহরের মৌলভীবাজার রোডে একটি পিকআপ ভ্যান থামিয়ে সিগারেটগুলো জব্দ করা হয়।
বুধবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে শ্রীমঙ্গল থানার পুলিশ জানায়, ২৪ জুন সকালে একটি কালো রঙের পিকআপ ভ্যানকে সন্দেহভাজন মনে করে থামানোর সংকেত দিলে গাড়ি থেকে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক ধাওয়া করে আব্দুল হাই (৪০) ও জামাল মিয়া (৩৯) নামে দুজনকে আটক করে। তারা দুইজনেই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লক্ষীপুরের বাসিন্দা। দুজনকে আটকের পর পুলিশ তল্লাশি চালিয়ে পিকআপ ভ্যানটি থেকে ১৭টি কার্টুন ও প্লাস্টিকের বস্তায় রাখা ৫০ প্যাকেট থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট এক লক্ষ সাতাত্তর হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করে। এ সিগারেটগুলোর বাজার মুল্য প্রায় এগারো লক্ষ তিন হাজার টাকা। এসময় তাদের সাথে থাকা পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে চোরাচালানের সাথে যুক্ত থাকায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। জব্দকৃত সিগারেট আদালতের নির্দেশনা অনুযায়ী নিলামী বিক্রি কিংবা ধংস করা হবে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা চোরাচালানের মাধ্যমে এ বিপুল পরিমাণ বিদেশি সিগারেট বাংলাদেশে এনে বিক্রির পরিকল্পনা করছিল। চোরাচালান চক্রের পেছনে থাকা মূল হোতাদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
কেকে/ এমএস