ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের SOD এর আলোকে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিএম রাশেদুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস ছোবহান। এবং বিশেষ অতিথি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাচ্ছুম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ আলী আজমল, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন, আখাউড়া প্রেস ক্লাবের সদস্য অমিত হাসান অপুসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সব সদস্যের প্রাকৃতিক দুর্যোগে করণীয় শীর্ষক বিষয়াবলি নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও ধারণা প্রদান করা হয়।
কেকে/এএস