সোনাগাজীর নবাবপুরে বন্যার পানির তোড়ে নদীভাঙনে দুই পাশের মাটি সরে গিয়ে ঝুঁকির মুখে পড়েছে ফেনীর কালিদাস পাহালিয়া নদীর ওপর নির্মিত নবাবপুর ব্রিজ। ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২৪ জুন) সকালে নবাবপুর ব্রিজ পরিদর্শন করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. আখতার হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) রোমেন শর্মা, উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, পানি উন্নয়ন বোর্ড এর উপবিভাগীয় প্রকৌশলী অলোক দাস, সেকশন অফিসার আবু মুসা রকি, উপসহকারী প্রকৌশলী রবিউল আলম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, নবাবপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন প্রমুখ।
জানা গেছে, গত বছরের আগস্টে বন্যার সময় এই ব্রিজ সংলগ্ন এলাকায় প্রবল স্রোতে ভাঙন দেখা দেয়। স্থানীয়ভাবে মাটি ও জিওব্যাগ ফেলে তা সাময়িকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও চলতি মৌসুমে টানা বর্ষণে আবারও নদীতে পানি বেড়ে যাওয়ায় নবাবপুর অংশের সংযোগ সড়কের মাটি সরে যায়। এতে ব্রিজটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম বলেন, আমি হজে থাকাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে উদ্দেশ করে আমার ইউনিয়নের বাসিন্দা বাংলা ভিশন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল ব্রিজটি নিয়ে একটি পোস্ট দেয়। আমি হজ থেকে এসে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে তিনি আজ সরজমিনে এসে পরিদর্শন করেন। আশা করি দ্রুত সময়ের মধ্যে এটির টেকসই একটি সমাধান হবে।
কেকে/এএস