শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
খোলাকাগজ স্পেশাল
মব ঠেকাতে ব্যর্থতা, কাঠগড়ায় সরকার
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৯:১৯ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে হেনস্তার পর পুলিশে সোপর্দের ঘটনায় দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কেউ অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। কিন্তু এভাবে মব সৃষ্টি করা মোটেও গ্রহণযোগ্য না। তারা ধারাবাহিকভাবে মবের ঘটনায় সরকারের দুর্বলতাকেই দায়ী করছেন। সরকার শুরু থেকেই মবের বিষয়ে কঠোর হলে তা এত ভয়াবহ রূপ ধারণ করত না। 

গত রোববার সন্ধ্যার দিকে সাবেক সিইসি নুরুল হুদার বাসা উত্তরায় ‘মব’ তৈরি করা হয়। এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, নুরুল হুদা সাদা একটি টি-শার্ট ও লুঙ্গি পরা। তাকে ঘিরে রয়েছেন একদল লোক। তারা নুরুল হুদাকে একটি জুতার মালা পরিয়ে রেখেছেন। এক ব্যক্তিকে জুতা দিয়ে তাকে আঘাত করতেও দেখা যায়। পাশেই পুলিশ দাঁড়ানো ছিল। ভিডিওতে আরো দেখা যায়, কেউ কেউ নুরুল হুদার দিকে ডিম ছুড়ে মারছেন এবং নানাভাবে তাকে হেনস্তা করা হচ্ছে। সূত্র জানিয়েছে, হেনস্তার পর নুরুল হুদাকে পুলিশে দেওয়া হয়। 

বিশ্লেষকরা বলছেন, নুরুল হুদা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তার বিরুদ্ধে যা অভিযোগ, তা আইনের মাধ্যমেই মোকাবিলা করতে হবে। কিন্তু রাজধানীর মতো এলাকায় এভাবে মব সৃষ্টি করা সরকারের দুর্বলতাকেই প্রকাশ করে। যদিও সরকার বারবার মবরে বিষয়ে কঠোর হওয়ার কথা বলেছে। কিন্তু বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র। বিশেষ করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি যদি এভাবে মবের শিকার হন, তা অন্যদের জন্যও অশনি সংকেত। 

বিষয়টি নিয়ে গবেষক ও মানবাধিকারকর্মী রেজাউর রহমান লেলিন বলেন, ‘সাবেক সিইসির অপরাধ প্রমাণ হলে বিচার বাংলাদেশের প্রচলিত আইনে করতে হবে। তাকে জুতার মালা পরিয়ে হেনস্তা করাটা অপরাধের কোনো শাস্তি নয়। এটা ‘মব জাস্টিস’ হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনার কথা বলে এ ধরনের কাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা অপরাধ। এ অপরাধেরও বিচার হওয়া দরকার।’ 

এদিকে এ ঘটনার পর একটি বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে ‘মব’ সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। রোববার রাতে অন্তর্বর্তী সরকারের ওই বিবৃতিতে বলা হয়, ‘অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। ‘মব’ সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’ 

নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা-পুলিশ গ্রেফতার করেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, এ সময় ‘মব’ কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত সব ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে। বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সব নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা যাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

এদিকে গতকাল হাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সাংবাদিকদের বলেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নুরুল হুদার) যেটা হয়েছে, মানে গলায় এটা-সেটা পরিয়ে দেওয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ওনার ওপর হামলা করা হয়েছে। এটার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত করে দেখব কারা জড়িত। এর সঙ্গে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেব।’ 

নুরুল হুদাকে ‘মব’ তৈরি করে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে আশা করছি রাষ্ট্র সহনশীলতা ও কার্যকরী উপায়ের সমন্বয়ে আইনের শাসনের দিকে এগিয়ে যাবে।’
 
সাবেক সিইসি কেএম নুরুল হুদাকে হেনস্তা করার ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমরা মব কালচারে বিশ্বাস করি না, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেফতার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়ায় আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি।’ তিনি আরো বলেন, ‘নুরুল হুদার ওপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। আমরা চাই, কোনো ব্যক্তি যত বড় অপরাধীই হোক না কেন তার আইনি এবং সাংবিধানিক অধিকার যেন ভোগ করার অধিকার অক্ষুণ্ন থাকে।’

এদিকে সাবেক সিইসিকে মবের লাঞ্ছনার পর গ্রেফতার করা হলেও এর দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, একতরফা নির্বাচন ও বিচারহীনতার সংস্কৃতি থেকেই জন্ম নিচ্ছে মবোক্রেসি। সরকার দুর্নীতিবাজ কমিশন, ডামি এমপি ও মাফিয়াদের বিচারের আওতায় না এনে উল্টো পুনর্বাসন করছে। এতে জনমনে ক্ষোভ বাড়ছে এবং মব ন্যায়বিচারের বিকল্প হয়ে উঠছে। মবের পেছনে রসদ জোগাচ্ছে সরকারেরই দুর্বলতা। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি লেখেন, ‘মবোক্রেসির মাধ্যমে লাঞ্ছিত হওয়ার পর বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার গ্রেফতার হয়েছেন। মবোক্রেসি ও লাঞ্ছনার ঘটনা খুবই দুঃখজনক। সরকার মবের সঙ্গে জড়িতদের গ্রেফতারে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই মব উৎপাদনের সঙ্গে সরকার জড়িত নয় কি? সরকারের মাথায় কেন বিতর্কিত তিনটা একতরফা, নৈশ ও ডামি নির্বাচনের সঙ্গে জড়িত কমিশন, সচিব, ডিসি, এসপি এবং আওয়ামী লীগের ডামি, মামি, স্বতন্ত্র নামধারীদের এমপি ও মন্ত্রীদের গ্রেফতার, সম্পদ বাজেয়াপ্তের চিন্তা কাজ করে না? 

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক বিবৃতিতে বলেছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের ঘটনা ধারাবাহিকভাবে ঘটানো হলে তা বিচারহীনতার একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করে বলে মনে করে আসক। সংগঠনটি বলছে, এটি আইনের শাসনের পরিবর্তে ‘মব সংস্কৃতি’কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রচ্ছন্ন সংকেত দেয়। এসব ঘটনায় সরকারের দায় এড়ানোর সুযোগ নেই বলে মনে করে আসক। বিবৃতিতে সংগঠনটি বলছে, সরকারের পক্ষ থেকে এ ধরনের সংঘবদ্ধ সহিংসতার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। আপাতদৃষ্টে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা ও নিষ্ক্রিয়তা এসব সহিংস গোষ্ঠীর অপকর্মে পরোক্ষভাবে প্রভাব জোগাচ্ছে বলে মনে হচ্ছে। রাষ্ট্রকে এসব বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছে আসক।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close