ভালো পুলিশিং ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম। একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল জলিল।
সোমবার (২৩ জুন) মানিকগঞ্জ জেলা পুলিশের হলরুমে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানার ওসি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্তির পর ওসি তৌফিক আজম বলেন, এই অর্জন আমার একার নয়। পুলিশ সুপার মহোদয়, সিনিয়র অফিসারবৃন্দ, থানার সকল কর্মকর্তা ও ফোর্সদের আন্তরিক সহযোগিতার ফলেই এটি সম্ভব হয়েছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সিঙ্গাইর থানার দুই পুলিশ সদস্যের এমন সম্মানজনক স্বীকৃতিতে থানায় আনন্দ-উৎসবের আবহ বিরাজ করছে। স্থানীয়ভাবে এই অর্জনকে থানার সম্মান ও গর্ব হিসেবে দেখা হচ্ছে।
কেকে/এএম