বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে জেলা প্রশাসক গোল্ডকাপ টার্গেটবল টুর্নামেন্ট ২০২৫ সমাপ্তি হয়েছে।
শনিবার (২১ জুন) বিকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুলিশ দল ১১-৪ গোলে চট্টগ্রাম জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্য থুইসিং প্রু, বিপ্লব চৌধুরী, তপন ত্রিপুরা, সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম, টার্গেটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি বিএম শহীদুজ্জামান, সাধারণ সম্পাদক দ্বীন ইসলামসহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
বান্দরবানে বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে বান্দরবান ও চট্টগ্রাম জেলার মোট ৬টি দল অংশ নেয়, আর প্রথমবারের মতো পার্বত্য জেলা বান্দরবানে এ ধরনের আয়োজন ক্রীড়াবিদ ও দর্শকদের নতুনভাবে উজ্জীবিত করেছে।
কেকে/এএস