সিরাজগঞ্জের হাট ছোনগাছা গ্রামের ইসমাইল হোসেন নামের এক কর্মী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাগরিক সমাবেশে কর্মী-সমর্থকদের অংশগ্রহণে খরচ জোগাতে স্ত্রীর গয়না বিক্রি করেছিলেন। বিষয়টি জানার পর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের হস্তক্ষেপে বিক্রীত সেই গয়না ফেরত নিয়েছেন তিনি।
শনিবার (২১ জুন) বিকালে বেলকুচি, চৌহালী ও এনায়েতপুরের উদ্যোগে বেলকুচির আলহাজ সিদ্দিকী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় নাগরিক সমাবেশটি। এতে অংশ নিতে ইসমাইল হোসেন প্রায় ৪০ থেকে ৫০ জন কর্মীসহ সমাবেশে যোগ দেন।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. মাহিন সরকার গণমাধ্যমকে বলেন, ইসমাইল দলের প্রতি ভালোবাসা থেকে স্ত্রীর গয়না বিক্রি করেছিলেন। আমি তা জানতে পেরে সঙ্গে সঙ্গে তাকে গয়না ফিরিয়ে নিতে বলি। আমি সমাবেশের ডোনারদের জানিয়েছি। ইতোমধ্যে সে গয়না ফেরত নিয়েছে।
মাহিন সরকার আরো জানান, জুলাই-আগস্টে হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় থেকেই ইসমাইল দলের অন্যতম সক্রিয় কর্মী।
এ ঘটনা জানিয়ে শনিবার সকালে মাহিন সরকার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন,
এটা একজন এনসিপি সমর্থকের মেসেজ। দেখে যারপরনাই লজ্জিত হয়েছি। আপনারা জানেন, আজকে বেলকুচি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির প্রোগ্রাম আছে। অনেকেই আসছেন, আমাদের যাতায়াতের ব্যবস্থা করার সামর্থটুকু নেই। কিন্তু যেটা আছে সেটা দলের প্রতি নিখাদ ভালোবাসা। এটা আমাদের সূচনা, ইনশাল্লাহ আমরা ইতিহাস গড়ব।
পোস্টের সঙ্গে যুক্ত একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটে দেখা যায়, ইসমাইল হোসেন লিখেছেন, ‘লিডার, বউয়ের গয়না বিক্রি করলাম। প্রোগ্রামের পোলাপানের খরচের জন্য।’
জবাবে মাহিন সরকার লিখেছেন, ‘কি বলেন? ওটা ফেরত নেন। আমি ম্যানেজ করব, এখনই ফেরত নেন।’
ইসমাইল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমি সক্রিয় ছিলাম। তখন একটা চাকরি করতাম, এখন আর নেই। বেকার অবস্থায় দলের জন্য খরচ করার মতো টাকা ছিল না। স্ত্রীর অনুমতি নিয়ে গয়না বিক্রি করি। পরে মাহিন ভাই বিষয়টি জানার পর গয়না ফেরত নিতে বলেন, আমি সেটা নিয়েছি।
সমাবেশে সভাপতিত্ব করেন মাহিন সরকার। প্রধান অতিথি ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আ. হান্নান মাসউদ।
কেকে/এএম