লালমনিরহাট আদিতমারী উপজেলায় পাবলিক লাইব্রেরি ভবনের ভিত্তি প্রস্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে রংপুর বিভাগের মোট ৪৪ টি উপজেলার পাবলিক লাইব্রেরি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে সচিবালয় থেকে ভার্চুয়াল যুক্ত হন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
এ উপলক্ষ্যে আদিতমারী উপজেলা হলরুমে সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যাদের মধ্যে কৃষি অফিসার কৃষিবীদ ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার আজিজুল হক, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি আদিতমারী অফিসের ডিজিএম মোসাদ্দেকুর রহমান ও বিশিষ্ট ঠিকাদার আবু বক্কর সিদ্দিক, সরকারী কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
আদিতমারী পরিষদের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) তদারকিতে ৫৩ লক্ষ টাকা ব্যয়ে ১ তলা ভবনের নির্মান কাজটি বাস্তবায়ন করা হবে।
কেকে/ এমএস