দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় জাতীয় ফল দিবস উপলক্ষে বিলুপ্ত প্রায় ৩১শ নারিকেলের চারা বিতরণ ও নানাবিধ দেশি ফলের পসরা সাজিয়ে জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন।মেলা চলবে ২১ জুন পর্যন্ত।
তিন দিনব্যাপী অনুষ্ঠীতব্য এ মেলায় নারিকেল, তরমুজ মাল্টা, আঙ্গুর, পেয়ারা, আশফল, জাম, লিচু, আম, পেঁপে, কাঁঠালসহ বিভিন্ন প্রকার দেশি ফলের উপস্থাপন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হাসনাত, মাগুরা জেলা বিএনপির সদস্য ও উপজেল বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সী মনিরুজ্জামান চকলেট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সাইমুন নেসা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সজয় হালদার, উপজেলা জামায়াতে ইসলামীর শ্রম বিভাগের সাধারণ সম্পাদক শাহজালাল মৃধা, শালিখা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
মেলা পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন বলেন, আমাদের সবাইকে বেশি বেশি করে দেশি ফলের গাছ রোপন করতে হবে এবং দেশি ফলের উৎপাদন বৃদ্ধি করতে হবে কারণ দেশি ফল একদিকে যেমন ফরমালিন মুক্ত থাকে অপরদিকে আমাদের সকলের জন্য তা সহজলভ্য। তাই আসুন বেশি বেশি দেশি ফলের গাছ লাগিয়ে দেশি ফলের উৎপাদন বৃদ্ধি করি।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসহাত বলেন, জাতীয় ফল দিবসে আমাদের এই মেলার মূল উদ্দেশ্য হলো দেশি ফলের সন্নিবেশ ঘটানো এবং সাধারণ মানুষের মধ্যে দেশি ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি করা পাশাপাশি শালিখা উপজেলাবাসীকে ন্যূনতম একটি করে দেশি ফলের গাছ রোপন করার অনুরোধ জানান তিনি।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতার ৫ শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২ হাজার ৫শ টি এবং শালিখা ইকো পার্কসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ৬শ টি নারিকেল চারা বিতরণ করা হয়।
কেকে /এআর