এনজিও সংগঠন সিএসএস এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মন্সী'র স্মরণে রাজবাড়ীতে দিনব্যাপী মা ও শিশু রোগবিষয়ক ফ্রি মেডিকেলসেবা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, সিএসএস রাজবাড়ী জোনাল ম্যানেজার একরামূল হক। এ সময় চিকিৎসাসেবা দেন অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো. নেয়ামত উল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিউনাল ম্যানেজার মো. শামীমউর রহমান, বালিয়াকান্দি যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
সভা সঞ্চালনা করেন, রাজবাড়ী ব্রাঞ্চের সহকারী রিজিউনাল ম্যানেজার রেজাউল করিম জিয়া। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সেবায় অসহায় ও দুস্থ্ প্রায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়।
সিএসএস রাজবাড়ী জোনাল ম্যানেজার একরামূল হক বলেন, সিএসএসের প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মন্সী সব সময় অসহায় দুস্থ্ মানুষকে নিয়ে ভাবতেন এবং তিনিই তার সিএসএস এর মাধ্যমে এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছিলেন।
আজ তিনি আমাদের মাঝে নাই। কিন্তু আজও মহৎ এই মানুষটির স্মরণে এ কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। এর মাধ্যমে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবে। তাই আপনারা সুস্থ্ থাকতে নিয়মানুযায়ী জীবনযাপন করবেন।
কেকে/এএস