মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাসসংযোগ নিয়ে পরিচালিত একটি চুনা কারখানার সংযোগ বিচ্ছিন্নপূর্বক কারখানাটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
বুধবার (১৮ জুন) বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামে পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়।
অভিযান শেষে তিনি বলেন, ' অবৈধভাবে গ্যাসসংযোগ নিয়ে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছি আমরা। শুধু গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা নয় অবৈধ চুনা কারখানার মালিক ও জমির মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে'।
বিষয়টি সম্পর্কে তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, 'অভিযানে একটি চুনা অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
কারখানাটিতে প্রতি মাসে ১০থেকে ১৫ লক্ষ টাকার গ্যাস ব্যবহার করা হতো। ইতঃপূর্বে চারবার অবৈধ এই কারখানার গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল কিন্তু তারা অভিযানের পরপর কীভাবে যেন কারখানা চালু করে ফেলে। কারখানার মালিককে খুঁজে পাওয়া না গেলেও আমরা জমি মালিককে খুঁজে পেয়েছি। তার বিরুদ্ধে মামলা করা হবে'।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।
কেকে/এআর