বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুমে এক সপ্তাহের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
বুধবার (১৮ জুন) বিকালে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের কারণে পার্বত্য জেলার বিভিন্ন নদী, ছড়া ও ঝিরিতে পানিপ্রবাহ আশঙ্কাজনকভাবে বেড়েছে। বেশ কয়েকটি এলাকায় পাহাড়ধসের ঝুঁকিও দেখা দিয়েছে, এই অবস্থায় দেবতাখুমে যাতায়াত ও অবস্থান নিরাপদ নয়। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে তাই ১৮জুন থেকে ২৫জুন পর্যন্ত দেবতাখুমে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে।
প্রসঙ্গত, বান্দরবান সদর থেকে প্রায় ২৫কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত বান্দরবানের অন্যতম সুন্দর পর্যটনকেন্দ্র দেবতাখুম।
নদী,ঝর্ণা,ছোট-বড় পাথর আর পাহাড়ের প্রাকৃতিক পরিবেশের অপরুপ রুপ দেখতে প্রতিদিনই দেশের নানান প্রান্তের অসংখ্য পর্যটক দেবতাখুমে ছুটে যায়, আর বর্ষায় পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ না বোঝার কারণে বিভিন্ন দুর্ঘটনার শিকার হয় পর্যটকরা, তাই পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
কেকে/এআর