ফরিদপুরের সালথায় সাজাপ্রাপ্ত পলাতক তিনজন আসামিসহ ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ জুন) গ্রেফতারকৃতদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সঞ্জয় মন্ডল, এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. কুব্বাত আলী শিকদার ও এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদ ফকিরকে গ্রেফতার করে সালথা থানা পুলিশ।
এছাড়াও সালথা থানার নিয়মিত মামলায় দুইজন ও সিআর ওয়ারেন্টভূক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক ৩জন আসামিসহ ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়। বুধবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/ এমএস