উপকূলে টানা বর্ষণ অব্যাহত, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
সোলায়মান পিন্টু, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৪:০৪ পিএম

ছবি: প্রতিনিধি
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় গত তিন দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। তবে মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১৭ জুন) সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় চলতি বছরের সর্বোচ্চ ১২১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে এই জনপদের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আর খেটে খাওয়া মানুষ। এদিকে উপকূলীয় এলাকায় আরো অতিভারি বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছধরা ট্রলারসমূহতে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সব মাছধরা ট্রলারকে সতর্কতার সহিত সাগরে মাছ ধরতে বলা হয়েছে। আর যাহারা গভীর সমুদ্রে আছে তাদের কিনারায় এসে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
কেকে/এএস