ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় ফরিদপুরের সালথায় তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ, সালথা থানার তদন্ত ওসি মারুফ হাসান রাসেলসহ আরো অনেকে।
এ সময় বক্তারা সকল প্রকার তামাক ও ধূমপান থেকে বিরত থাকার আহ্বান জানান। সেই সাথে পাবলিক প্লেসে ধূমপান না করার জন্য জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দেন।
কেকে/এর