রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
দেশজুড়ে
কুষ্টিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, চর-থাপ্প‌ড় মেরে মীমাংসার অভিযোগ
কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৪:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছ‌রের এক বৃদ্ধের বিরুদ্ধে। ধর্ষণের অভিযোগ মীমাংসা করতে গ্রা‌মে সালিশ বৈঠকের আয়োজন করে গ্রামের  মাতব্বররা। এদের ম‌ধ্যে সমাজ প্রধান র‌হিম মন্ডল ও স্থানীয় ইউপি সদস‌্য ম‌তিউর রহমান লিটন উপ‌স্থিত ছি‌লেন। বৈঠকে অভিযুক্ত বৃদ্ধ‌কে চর-থাপ্পড় মে‌রে মিমাংসা করা হ‌য়ে‌ছে ব‌লে ভুক্ত‌ভোগী প‌রিবার সূ‌ত্রে জানা গে‌ছে। ঘটনার দুইদিন পর শিশু‌টি শা‌রিরীকভা‌বে অসুস্থ হ‌য়ে পড়‌লে তা‌কে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

গত বুধবার (১১ জুন) সকা‌লে কু‌ষ্টিয়া সদর উপ‌জেলার পা‌টিকাবা‌ড়ি ইউনিয়‌নে এ ঘটনা ঘ‌টে।  ত‌বে গ্রাম‌্য মাতব্বররা বল‌ছেন এ ঘটনায় বারবার আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হ‌লেও এড়ি‌য়ে গে‌ছেন ভুক্ত‌ভোগী প‌রিবার‌টি।

আজ মঙ্গলবার (১৭ জুন) বেলা সা‌ড়ে ১১টার  ‌দি‌কে ২৫০ শয‌্যার কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লের গি‌য়ে দেখা যায় পাঁচ বছ‌রের শিশু মে‌য়ে‌টি খেলা করছে। তার পা‌শেই বাবা-মা ব‌সে র‌য়ে‌ছেন। এ সময় মা‌য়ের সাথে কথা হ‌লে তি‌নি ব‌লেন, ঘটনার দিন সকাল ৯টার দি‌কে আমি আমার মা‌কে বা‌ড়ি‌তে এগি‌য়ে দি‌তে গে‌ছিলাম। এই সু‌যো‌গে বিশা না‌মে সম্প‌র্কে এক প্রতি‌বেশী দাদা মে‌য়ে‌কে তার বা‌ড়ি‌তে ডে‌কে নি‌য়ে যায়।  এর কিছুক্ষণ প‌রে মে‌য়ে ওই বা‌ড়ি থে‌কে খুঁড়া‌তে খুঁড়া‌তে আস‌তে দে‌খে স‌ন্দেহ হয়। এ সময় কি হ‌য়ে‌ছে  জিজ্ঞাসা কর‌লে সে ব‌লে বিশা দাদা আমার সা‌থে খারাপ কাজ ক‌রে‌ছে।  বিষয়‌টি গ্রা‌মের মুরু‌ব্বি‌দের জানা‌লে তারা প‌রের‌দিন (বৃহস্প‌তিবার) রা‌তে বা‌ড়ির উপর শা‌লি‌স বসায়। শালি‌সে বিশা‌কে চর-থাপ্পড় দি‌য়ে মাতব্বররা ব‌লে যে শা‌লিস শেষ। এর প‌রের‌দিন (শুক্রবার) মে‌য়ে পে‌ট ব‌্যাথায় অসুস্থ হ‌য়ে পড়‌লে তা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রি। 

মামলা কর‌তে কেউ বাঁধা দি‌য়ে‌ছেন কিনা জান‌তে চাইলে শিশু‌টির মা প্রসঙ্গ এড়ি‌য়ে ব‌লেন, মে‌য়ের ভ‌বিষ‌্যতের কথা ‌চিন্তা ক‌রে থানায় যায়‌নি। ‌মেম্বর ও সমাজ প্রধান ব‌লে‌ছে আগে চি‌কিৎসা নি‌য়ে আসো তারপর মামলা কর‌তে সব ধর‌নের সহ‌যো‌গিতা কর‌বো। আমিও মামলা কর‌বো। 

শা‌লি‌সি বৈঠ‌কে উপ‌স্থিত থাকা স্থানীয় ইউপি  সদস‌্য ম‌তিউর রহমান লিটন হো‌সেন  ব‌লেন, ঘটনা‌টি জানার পর ভুক্ত‌ভোগী প‌রিবার‌কে মামলা কর‌তে ব‌লে‌ছিলাম। তারা যায়‌নি। ত‌বে শা‌লি‌সে  চর-থাপ্পড় মে‌রে মিমাংসা ক‌রে‌ছিল অভিযুক্ত ব‌্যক্তি‌র ভাই-ভা‌স্তেরা। আমি শুধু উপ‌স্থিত ছিলাম। 

এ ঘটনায় সমাজ প্রধান র‌হিম মন্ডল  ব‌লেন, সামা‌জিকভা‌বে আমরা একটা মিমাংসার চেষ্টা ক‌রে‌ছিলাম। সেখা‌নে অভিযুক্ত‌কে চর-থাপ্পড় মারা হ‌য়ে‌ছিল। ধর্ষণের ম‌তো ঘটনা বিচার শা‌লিস ক‌রে সমাধান কর‌তে পা‌রেন কিনা জান‌তে চাইলে র‌হিম মন্ডল ব‌লেন, আমি তা‌দের‌কে মামলাও কর‌তে ব‌লে‌ছিলাম। কিন্তু তারা তা ক‌রেন‌নি। আমি সবসময় শিশু‌টির খবর রাখ‌ছি।  

জানা গে‌ছে, বিশা(৬০) একই গ্রা‌মের মৃত হরার ছে‌লে। বেশ ক‌য়েকবছর আগে স্ত্রী মারা যাবার পর সন্তান‌দের সাথে একই বা‌ড়ি‌তে থাক‌তেন তি‌নি। 

ঘটনা জানাজা‌নির পর থে‌কে গা ঢাকা দি‌য়ে‌ছেন বিশা। ত‌বে এ বিষ‌য়ে তার প‌রিবা‌রের কেউ কথা বল‌তে রা‌জি হন‌নি।

কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) হো‌সেন ইমাম ব‌লেন, শিশু‌টি‌কে ধর্ষণের আলামত পাওয়া গে‌ছে। তাকে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। 

পা‌টিকাবা‌ড়ি ক‌্যাম্প পু‌লি‌শের ইনচার্জ উ-প‌রিদর্শক (এস আই) নুরনবী ব‌লেন, ওসি স‌্যা‌রের নি‌র্দেশে শিশু মে‌য়ে‌টি‌কে হাসপাতা‌লে দে‌খে এসে‌ছি। চিকিৎসা শে‌ষে প‌রিবার‌কে থানায় আস‌তে বলা হ‌য়ে‌ছে। এরপর  প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়া হ‌বে। 

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close