সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
শান্তিগঞ্জে প্রভাবশালীর হামলায় প্রাণ গেল যুবদল নেতার
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৪:৪৫ পিএম

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রভাবশালীর হামলায় নজরুল ইসলাম (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই মো. জালাল হোসেনকে (৫৫) সংকটাপন্ন অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ৬টায় উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষের রুস্তম আলীর ছেলে আজাদ হোসেন ও জাকির মাহমুদের ছেলে আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

নিহত নজরুল জয়কলস ইউনিয়ন যুবদলের সহসভাপতির দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির সীমানা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে জামলাবাজ গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে তাজ উদ্দিন ও নিহত নজরুল ইসলাম পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বৈঠকও হয়েছে। সর্বশেষ গত ৫ দিন আগে একই ইস্যুতে নিহতের মাকে মারধর করে প্রভাবশালী তাজ উদ্দিন ও তার পক্ষের লোকজন। আহত হন নজরুল ইসলামের মা আপ্তাজান বানু। 

এ ঘটনার রেশেই রোববার সকাল সাড়ে ৬টার দিকে বাকবিতণ্ডায় জড়ান দুইপক্ষ। একপর্যায়ে তাজ উদ্দিন পক্ষের ১৫/২০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নজরুল ইসলাম ও মো. জামাল হোসেনের উপর হামলা করেন। 

এ হামলায় ঘটনাস্থলেই গুরুতরভাবে আহন নজরুল ইসলাম ও জামাল হোসেন। আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে চলে যান তাজ উদ্দিনের লোকজন। 

পরে গুরুতর আহতাবস্থায় দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। মো. জামাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সংকটাপন্ন অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার দিন দুপুরে জামলাবাজ গ্রামে গিয়ে দেখা যায়, নিহত তাজ উদ্দিনের বাড়িতে লোকজনের ভিড়। লাশ তখনো ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে। এক ছেলে হারিয়ে আর অপর ছেলে মৃত্যু শয্যায় থাকায় বারবার কান্নায় মূর্ছা যাচ্ছেন হতভাগ্য মা আপ্তাজান বানু। আত্মীয়স্বজনের কান্নায় ভারী হয়ে উঠেছিল চারপাশ।

সবাই বলছিলেন, নিহত নজরুল খুব ভালো একজন লোক ছিলেন। বড় ছেলের কী হবে তা নিয়েই চিন্তিত সবাই। সন্ধ্যা ৬টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তাই দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করেছেন নূরুল ইসলামের বাড়িতে। এদিকে, অভিযুক্ত তাজ উদ্দিনের বাড়িতে গিয়ে প্রায় সবকটি বাড়ির দরজা তালাবদ্ধ পাওয়া যায়। 

নিহতের খালা ফয়জুন নেছা, ফুফাতো বোন রাহেনা বেগম ও চাচাতো ভাই মাহবুব আলম বলেন, তাজ উদ্দিনের নেতৃত্বে আজ সকালে আমার নূরুল ইসলামকে ডেকে নিয়ে যায়। একদল মানুষ দুজন মানুষকে পিটিয়েছে। হাতজোর করে অনুরোধ করেও বাঁচতে পারেনি নজরুল ইসলাম। প্রতিবেশী মৃত মঈন উদ্দিনের ছেলে তাজ উদ্দিন, মৃত ছালিম উল্লাহ্ ইকবাল হেসেন, আসকর হোসেন, মনোয়ার হোসেন, মরম আলীর ছেলে মাসুক মিয়া, বশির উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন, জসিম উদ্দিন, সালা উদ্দিন, আনর উদ্দিনের ছেলে সুমন মিয়া ও সিয়াম উদ্দিন বেশ ক’জন মিলে আক্রমণ করে। আমরা খুনের বিচার চাই। 

শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, মারপিটের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close