সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি       এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস      ইসরায়েলে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি      কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি      শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      
দেশজুড়ে
পাটক্ষেতে বিষাক্ত কীটনাশক নিক্ষেপে দেড় লাখ টাকার ক্ষতি
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৯:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কলাখাওয়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মোজাম্মেল হক(৫৫) নামের এক দরিদ্র কৃষকের এক একর জমির পাটক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই এলাকার স্থানীয় পাঁচজনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষক মোজাম্মেল হক তার পৈতৃক জমিতে গত দুই বছর ধরে চাষাবাদ করে আসছেন। চলতি মৌসুমে তিনি ওই জমিতে তোষা জাতের পাট চাষ করেন। গত ৬ জুন বিকালে জমি দেখে বাড়ি ফিরে যান তিনি। পরদিন সকালে জমিতে গিয়ে দেখেন, সমস্ত পাট গাছ ঝলসে পড়ে আছে। পরে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, প্রতিপক্ষরা রাতের আঁধারে অতিরিক্ত মাত্রায় বিষাক্ত কীটনাশক ছিটিয়ে পাট গাছগুলো নষ্ট করে দিয়েছে। এতে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

মোজাম্মেল হকের দায়ের করা অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—একরামুল হক, রফিকুল ইসলাম, খোকা মামুদ, আসাদুল এবং মাইদুল ইসলাম। সবাই একই এলাকার বাসিন্দা।

অভিযোগে আরো বলা হয়েছে, প্রতিপক্ষরা জমিটি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছে এবং কৃষক মোজাম্মেল হককে প্রাণনাশের হুমকিও দিয়েছে। জমিটি মৌজা কলাখাওয়া, খতিয়ান নং-২০৭, দাগ নং-১১৭ ও ১১৪—মোট ১০০ শতক বলে দাবি করেছেন তিনি।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, পুরো জমির পাট গাছ ঝলসে গেছে। কিছু কিছু গাছে আংশিক পাতা থাকলেও তা থেকে কোনো উৎপাদনের আশা করা যাচ্ছে না।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ক্ষতিগ্রস্ত কৃষক মোজাম্মেল হক বলেন, অনেক কষ্ট করে ফসল লাগিয়েছিলাম। অথচ আমার সেই কষ্টের ফসল নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষরা। আমি থানায় অভিযোগ দিয়েছি। এখন সঠিক বিচার চাই।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল হালিম বলেন, সম্ভবত কেউ রাগের বশে অতিরিক্ত কীটনাশক ছিটিয়ে এ ক্ষতি করেছে। ঘটনা সম্পর্কে আমি অবগত।

একই এলাকার আরেক বাসিন্দা মতিয়ার রহমান বলেন, ঘটনার দুই দিন আগেও পাট গাছগুলো সবুজ ছিল। হঠাৎ দেখলাম, সব গাছ জ্বলে গেছে। ফসল উৎপাদনের কষ্ট আমরা কৃষকরাই জানি। দোষীদের অবশ্যই শাস্তি হওয়া উচিত।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, অভিযোগটি প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মহম্মদপুরের ৭০ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি
জীবননগরে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল-মোটরসাইকেল নিষিদ্ধে মতবিনিময়
রাজনৈতিক উদ্দেশ্য আমাকে ‘জঙ্গি অর্থদাতা’ বলা হয়েছিল
দশমিনায় ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে জেলেদের চাল বিক্রির অভিযোগ
আমিরাতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লিগ’ শুরু ৭ নভেম্বর

সর্বাধিক পঠিত

জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
টাঙ্গাইলকে ময়মনসিংহে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শিবচরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন
আমিরাতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লিগ’ শুরু ৭ নভেম্বর

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close