নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চাঁদাবাজির দায়ে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে মো. আব্দুল আউয়াল খান (৬৫), আনিসুর রহমান (৩৫) ও মো. গেদু মিয়া (৩৮) নামে তিনজন চাঁদাবাজ আটক হয়েছে।
বুধবার (১১ জুন) রাতে উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম। যার নেতৃত্বে ছিলেন মদন আর্মি ক্যাম্প কমান্ডার লে. মো. শাহরিয়ার আহম্মেদ।
এ বিষয়ে মো. শাহরিয়ার আহম্মেদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে কেন্দুয়া উপজেলায় নতুন বাসস্ট্যান্ড হতে ঢাকাগামী বাস হতে ২ হাজার টাকা করে কিছু নামধারী দলীয় নেতাকর্মী নিয়মিত চাঁদা আদায় করে আসছে।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত চাঁদাবাজি সিন্ডিকেটের বিরুদ্ধে ভিডিও ফুটেজ ও ছবি প্রমাণস্বরূপ সংগ্রহ করি। তারপর আজ রাতে অভিযান চালিয়ে তাদের কয়েকজনকে আটক করি।
উল্লেখ্য, এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যরা।
কেকে/এএস