জামালপুরের মাদারগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে গুনারীতলা যাওয়ার পথে জোড়খালী হইতে গুনারীতলা বাজারের পূর্বে এই ব্রিজটির এপ্রোচের বেশকিছু জায়গা ধসে গিয়ে বেহাল অবস্থা।
"সড়কে ধস, মেরামত না হলে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা" শিরোনামে জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার অনলাইন ভার্সনে নিউজ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদীর শাহ জানান, ৭২ ঘণ্টার মধ্যে মেরামত কাজ করার জন্য উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল সাহেবকে জানানো হয়েছে।
উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল বলেন, জোড়খালী হইতে গুনারীতলা বাজার পর্যন্ত সড়কটি অতি জনগুরুত্বপূর্ণ। টানা কয়েকদিনের বৃষ্টির কারণে গুনারীতলা বাজারের পূর্বে ব্রিজটির এপ্রোচের কিছু অংশ ধসে যায়। উপজেলা নির্বাহী মহোদয়ের সঙ্গে আলোচনা করে আমরা দ্রুত কাজ করার সিদ্ধান্ত নেই এবং আজ থেকেই মেরামত কাজ শুরু করি, তবে আশেপাশে মাটি না পাওয়ায় দুর থেকে মাটি সংগ্রহ করতে হচ্ছে; আশা করছি এক সপ্তাহের মাঝে মেরামত কাজ সম্পন্ন হবে।
আজ বুধবার (১১ জুন) সকাল থেকে মেরামত কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য: জামালপুরের মাদারগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে গুনারীতলা যাওয়ার পথে জোড়খালী হইতে গুনারীতলা বাজারের পূর্বে এই ব্রিজটির এপ্রোচের বেশকিছু জায়গা ধসে গিয়ে বেহাল অবস্থা।
একমাত্র এই সড়কটিতে প্রতিদিন শতাধিক যানবাহনসহ ৩০ গ্রামের প্রায় ৮০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। দ্রুত মেরামত না করলে যেকোনো সময় সড়কের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কাবোধ করছেন পথচারীরাসহ স্থানীয়রা।
কেকে/এআর